‘শিবির ক্যাডার’ নাছিরকে ঢাকায় পাঠানো হচ্ছে

ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৫:৫৮
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বুধবার রাতে সমকালকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত এক সপ্তাহের চিকিৎসায় নাছিরের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বুধবার দুপুরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়।
তিনি আরও বলেন, ছাড়পত্র পাওয়ার পরই নাছিরকে কারাগারে ফিরিয়ে আনা হয়। আগামীকাল বৃহস্পতিবার কারা বিভাগের অনুমতি মিললে বিশেষ নিরাপত্তায় তাকে ঢাকায় পাঠানো হবে।
এর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বুধবার দিবাগত রাতে নোয়াখালী কারাগার থেকে নাছিরকে চিকিৎসার জন্য কুমিল্লা পাঠানো হয়। রাত একটার দিকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে ওই রাতেই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে ভর্তি করা হয়।
কারাগার সূত্র জানায়, ২০১৮ সাল থেকে নাছির নোয়াখালী কারাগারে রয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালতে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তার অসুস্থতার বিষয়ে আদালতকে অবহিত করায় তাকে হাজির করা হয়নি।