ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কিশোরী ফুটবলারদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

কিশোরী ফুটবলারদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৭:০৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৭:০৭

খুলনায় কিশোরী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা অপরাজিতা নেটওয়ার্ক। বুধবার খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ জুলাই বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামে কিশোরী ফুটবলার সাদিয়া নাসরিন, মঙ্গলী বাগচী, হাজেরা খাতুন ও জুঁই মণ্ডলকে মারধর করা হয়। এমন হামলা নারীদের অগ্রযাত্রার জন্য হুমকিস্বরূপ।

এ সময় চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে– দ্রুত বিচার আইনে মামলাটির বিচার, ফুটবলার ও তাদের পরিবারের যে আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রদান, এসিড নিক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতে ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা। এ ঘটনায় ফুটবলাররা ট্রমায় আক্রান্ত। তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

খুলনা জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি ফারজানা ফেরদৌস নিশা বলেন, হামলাকারীদের শাস্তি না হলে বটিয়াঘাটা থেকে নারী ফুটবলার তৈরি হওয়া বন্ধের আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, তা নিশ্চিত করতে সরকারকে ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

×