ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাস-ইজিবাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

বাস-ইজিবাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি-সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১২:১৮ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ১২:১৮

দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টার দিকে দিনাজপুর শহরে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রী হলেন, পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)। 

আহতরা হলেন ইজি বাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহত স্বামী স্ত্রীর নাতি উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)।

জানা গেছে, নাতি বিপ্লব হালদার বাড়িতে থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৪জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ঘাতক বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

আরও পড়ুন

×