ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দ্রুততম সময়ে পানি খেয়ে গিনেস বুকে মহেশখালীর স্কুলশিক্ষার্থী অস্কার

দ্রুততম সময়ে পানি খেয়ে গিনেস বুকে মহেশখালীর স্কুলশিক্ষার্থী অস্কার

বাবা-মার সঙ্গে স্কুল শিক্ষার্থী অস্কার বিনোদ শর্মা। ছবি: সমকাল

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৩:৫৭ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৩:৫৭

দ্রুততম সময়ে পান পান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে কক্সবাজারের মহেশখালীর স্কুল শিক্ষার্থী অস্কার বিনোদ শর্মা। মাত্র ৩৬.৩৪ সেকেন্ডে ২৫০ মিলি বোতলের পানি খেয়ে সে এই রেকর্ড গড়েছে। এ ক্যাটাগরিতে আগের রেকর্ড ছিলো এক চীনা নাগরিকের। তিনি ৫০.০১ সেকেন্ডে একই পরিমাণ পানি খেয়েছিলেন। তার চেয়ে ১৩.৬৭ সেকেন্ড কম নিয়েছেন বিনোদ শর্মা।

বিনোদ তার বড় ভাই তন্ময় সুশীলের সহযোগিতায় গত ২৭ মার্চ তাঁর রেকর্ডের সব তথ্য গিনেস কর্তৃপক্ষকে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে পেয়েছে সে। 

বিনোদ শর্মা বড় মহেশখালী ইউনিয়নের নাপিতপাড়া গ্রামের পল্লী চিকিৎসক পরিমল কান্তি শীলের তৃতীয় সন্তান। সে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিনোদের বাবা জানান, ছেলের এই অর্জনে পরিবার-পরিজন, শিক্ষক ও সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। 

বিনোদ শর্মা  জানান, দেশকে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে পেরে সে খুবই উচ্ছ্বসিত। ভবিষ্যতে সে এই রেকর্ড ধরে রাখার চেষ্টা করবে। 

মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম জানান, বিনোদ শর্মার রেকর্ডে স্কুল কর্তৃপক্ষ আনন্দিত। 


আরও পড়ুন

×