ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে পাহাড় কাটায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে পাহাড় কাটায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৫:৪৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৫:৪৮

চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা ও ঘর নির্মাণের প্রমাণ পাওয়ায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে জেলা প্রশাসন।

শনিবার আকবর শাহ থানায় পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করা হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি সমকালকে বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সকালে বায়েজিদ লিংক রোড দিয়ে যাতায়াতের সময় পাহাড় কেটে রাস্তা নির্মাণের বিষয়টি দেখতে পান। পরে তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বায়েজিদ লিংক রোড সংলগ্ন ওই এলাকায় অভিযান চালানো হয়। খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

উমর ফারুক জানান, সিডিএ লিংক রোডের পাশে প্রায় ৯০ ডিগ্রি খাড়াভাবে অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছেন আকবর হোসেন খোকন নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় কাউন্সিলের ভাই। তাঁর নেতৃত্বে বাকি ১৬ জন পাহাড় কাটায় জড়িয়ে পড়েন। তাদের সবার জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ কারণে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, লিংক রোডের পাশে দৃশ্যমান জায়গায় পাহাড় কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করছে একটি চক্র। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যারা পাহাড় কেটেছেন, তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুন আহমেদ ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×