ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডিমের মূল্য নিয়ে কারসাজি, খুলনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিমের মূল্য নিয়ে কারসাজি, খুলনায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৬:১৪

খুলনায় ডিমের মূল্য স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

খুলনা মহানগরীর নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা ও পাইকারি বাজার এবং খামারি পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডিমের মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন, ডিমের অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্য তালিকা না থাকার অপরাধে জরিমানা করা হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন।

আরও পড়ুন

×