ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, শয়তান ভোট দেয়: কাদের সিদ্দিকী

নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, শয়তান ভোট দেয়: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১৬:২৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১৬:২৪

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, গত কয়েক বছর ধরে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না। শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম, আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনও তা মনে করি না। আমি কখনও বিএনপির জোটে যাইনি। আমি ড. কামাল হোসেনের জন্য ঐক্যফ্রন্টে গিয়েছিলাম। গ্রহণযোগ্য ভোট না হওয়ার পরই আমি জোট থেকে আমার দলকে প্রত্যাহার করি।

নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা বলেছেন রাতে ব্যালট পেপার যাবে না। সকালে ব্যালট পেপার ভোটকেন্দ্রে যাবে।  রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা হয়, রাতে গেলেও তাই হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন প্রধানমন্ত্রী। তিনি দেশ ও আন্তর্জাাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্থ হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কাদের সিদ্দিকীর ছোট ভাই সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা কৃষক শ্রমিক জনতী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×