রাজেন্দ্র কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৩:৪৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১৩:৪৭
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের টেরাকোটা উদ্বোধন করা হয়েছে।
রোববার কলেজটির শহর ক্যাম্পাসে এ ম্যুরাল উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম, পৌর মেয়র অমিতাভ বোস, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সম্পাদক আশরাফুল আজম প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যুরাল নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রসময় কীর্ত্তনীয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ প্রমুখ।
এর আগে জাতির পিতার সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়।