সাকিবকে তিন ফরম্যাটে অধিনায়ক করায় মাগুরায় মিষ্টি বিতরণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ২০:২১ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ২০:২১
অলরাউন্ডার সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে ফরম্যাটেরও অধিনায়ক করায় মাগুরায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের পুরাতন বাজার ও ইসলামপুর পাড়া পূর্বাশা সিনেমা হলের সামনে মিষ্টি বিতরণ করেন সাকিবের বন্ধুরা।
সাকিবের বন্ধু খান নয়ন বলেন, সাকিবের অধিনায়কত্ব এর আগেও আমরা দেখেছি। কিন্তু এবারই হয়তো প্রথম সে তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে। এতে আমরা সব বন্ধুরা খুব খুশি। সেই সঙ্গে খুশি মাগুরাবাসীও।
সাকিবের আরেক বন্ধু তারেক জানান, সামনে বিশ্বকাপ। এ সময়ে সাকিব বাংলাদেশ দলকে আরও এগিয়ে নেবে বলে আমরা প্রত্যাশা করি।
মাগুরার ব্যবসায়ী রুহুল আমীন বলেন, তিন ফরম্যাটে ক্যাপ্টেন্সি খুব বড় দায়িত্ব। এ মুহূর্তে সাকিববে যোগ্য মনে করেছে বলেই দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি সাকিব ভালো করবে।
এ সময় মিষ্টি খেয়ে চায়ের দোকানি মোহামেডান বলেন, সাকিব আমাদের গর্ব। তার কাছে মাগুরাবাসী ও দেশের প্রত্যাশা অনেক। আমরা জানি তিনি অধিনায়ক হিসেবেও আগেও সফল হয়েছেন। এবারও সফল হবেন।