ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে শোক র‍্যালির নামে ছাত্রলীগের ‘শোডাউন’

সিলেটে শোক র‍্যালির নামে ছাত্রলীগের ‘শোডাউন’

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১৩:৫৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১৪:০১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগ নগরীতে শোক র‌্যালি করেছে।

সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

শোক দিবস উপলক্ষে র‍্যালি হলেও মূলত ছাত্রলীগ শোডাউন করে। নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। মিছিলে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

এর আগে রোববার একইভাবে শোক র‍্যালি ও শোডাউন করে জেলা ছাত্রলীগ।

আজ শহীদ মিনারে শোক র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমেদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিত সরকার, মহানগর সদস্য জুমাদিন আহমদ, এমরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

আরও পড়ুন

×