ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১২:৪৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৪:০৩
সুনামগঞ্জের ছাতকে সালিশ বৈঠক চলাকালে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা (মিরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাদক আলী, রবিদান বেগম, আক্তার হোসেন, পাভেল মিয়াসহ ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে শিমুলতলা গ্রামে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনা নিষ্পত্তি করতে মঙ্গলবার গ্রামের মুরব্বিদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে সাদক আলী ও তাঁর প্রতিবেশী দৌলত মিয়ার লোকজন বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।