ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ

নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ

নকশা অনুমোদন ছাড়াই চলছে ভবন নির্মাণের কাজ। ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ২৩:২৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ২৩:২৫

নকশা অনুমোদন ছাড়াই চলছে কালাই পৌর শহরের শিমুলতলী আর বি কোল্ড স্টোরেজের ভবন নির্মাণের কাজ। মাটি ভরাটের পর কলাম তৈরি করা হয়েছে। বিষয়টি নজরে এলে বারবার নকশা অনুমোদন নিতে বলে পৌর কর্তৃপক্ষ। কিন্তু কর্ণপাত করেননি ভবনের মালিক। 

পরে গত সোমবার বিকেলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম কলাম রডের খাঁচাসহ মালপত্র জব্দ করে কাজ বন্ধ করে দিয়েছেন। তবে নির্বাহী প্রকৌশলী চলে আসার পর ফের কাজ শুরু করেন ভবনের মালিক।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর শহরের শিমুলতলী এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তর পাশে শিমুলতলী আর বি কোল্ড স্টোরেজের অবস্থান। পাশেই নতুন আরেকটি ভবন তৈরি করছে আর বি কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। কিন্তু ভবন নির্মাণের আগে পৌরসভার কাছ থেকে নকশা অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি। কাজটি দৃশ্যমান হওয়ার পর সবার নজরে পড়ে। কাজ শুরুর সময় পৌরসভা থেকে বেশ কয়েকবার নকশা অনুমোদন নিতে বলা হয়েছে স্টোরেজ কর্তৃপক্ষকে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, কোল্ড স্টোরেজের ব্যবস্থাপকের কাছে অনুমোদিত নকশা দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। এ অবস্থায় কাজ বন্ধ করতে বললে তারা অশোভন আচরণ করেন। বিষয়টি মেয়রকে জানালে তিনি ভবনের মালপত্র জব্দের নির্দেশ দেন। সেগুলো পৌরসভায় রাখা হয়েছে। সেখান থেকে চলে আসার পরও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কাজ চলমান রেখেছে।

কথা হলে আর বি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সেলিম মিয়া বলেন, অনুমোদন নিইনি তো কী হয়েছে! কলামের খাঁচা জব্দ করলেই বা কী হবে! কাজ বন্ধ থাকবে না। পৌরসভার যা ইচ্ছে করতে পারে।

পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, বারবার নকশা অনুমোদন নিতে বলা হয়েছে। চিঠিও দেওয়া হয়েছে। এরপরও তারা অনুমোদন নেয়নি। এ কারণে কিছু মালপত্র জব্দ করা হয়েছে। এরপরও কাজ অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×