মাদারগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ০৭:৪৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০৭:৪৫
মাদারগঞ্জ স্বামীর সঙ্গে কলহের জেরে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে। গৃহবধূর প্রতিবেশিদের দাবি, নিজ ঘরে গলায় ফাঁস নিয়েছেন সুবর্ণা।
সুবর্ণা (২২) মেলান্দহ
উপজেলার কায়েতপাড়া এলাকার লালমিয়ার মেয়ে ও মাদারগঞ্জ উপজেলার বাবলুগড় এলাকার খোকন
মিয়ার স্ত্রী।
এদিকে সুবর্ণা আক্তারের
মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী খোকন মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। খোকন মাদারগঞ্জ
উপজেলার বাবলুগড় এলাকার জিয়াউল হকের ছেলে।
পুলিশ ও গৃহবধূর
পারিবারিক সুত্রে জানা গেছে, ১৫ বছর পূর্বে খোকনের সঙ্গে সুবর্ণার বিয়ে হয়। বিয়ের
পর থেকেই এই দম্পত্তির মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। সম্প্রতি তাঁরা পৌর এলাকার
বালিজুড়ী বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত মঙ্গলবার রাতে স্বামীর
সঙ্গে গৃহবধূর কথা কাটাকাটি হয়। পরে প্রতিবেশীরা ঘরের মধ্যে সুবর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সহকারি পুলিশ
সুপার(মাদারগঞ্জ সার্কেল)সজল কুমার সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা
হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য
লাশ জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামীকে আটক করা
হয়েছে।
- বিষয় :
- জামালপুর
- মাদারগঞ্জ
- গৃহবধূ
- অস্বাভাবিক মৃত্যু