ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মোবাইলে গেম খেলায় আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা

মোবাইলে গেম খেলায় আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৪:৩৮

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোবাইলে গেম খেলার আসক্তিতে ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ইন্দানগর পানপুঞ্জিতে (যাদুরগুল)। 

গ্রেপ্তার মায়ের নাম সোহানা বেগম (৩৫)। তিনি ওই এলাকার আসলাম আলীর স্ত্রী। নিহত শিশুর নাম আবির হাসান (১২)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।  

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, সোহানার পরিবারে এক মেয়ে ও ছেলে রয়েছে। তাঁর স্বামী আসলাম আলী চাকরিস্থল ফেঞ্চুগঞ্জ সার কারখানা। তার মেয়ে গতকাল সকালে প্রাইভেট পড়তে চলে যায়। এ সময় বাড়িতে ছিল আবির হাসান ও তার মা। আবির মোবাইল নিয়ে গেম খেলছিল। তার মা বারবার বাধা দেওয়ার পরও গেম খেলা থেকে নিবৃত হয়নি। প্রতিদিন মোবাইল ফোনে গেম খেলা ছেলেটির নেশায় পরিণত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে ছেলে আবিরকে হত্যা করেন মা। এরপর শিশুটির মা আত্মহত্যার চেষ্টা চালান। প্রতিবেশীদের বাধায় তিনি প্রাণে রক্ষা পান। 

এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহানাকে গ্রেপ্তার করে। অন্যদিকে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহানা জানিয়েছেন– মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তিতে ক্ষুব্ধ হয়ে ছেলেকে হত্যা করেছে সে। এ ঘটনায়  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



আরও পড়ুন

×