ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে মশক নিধন কার্যক্রম রিহ্যাবের

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে মশক নিধন কার্যক্রম রিহ্যাবের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:৪৯

আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নির্মাণাধীন ভবনে মশক নিধন কার্যক্রম শুরু করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার নগরের চকবাজার ওয়ার্ডের দেবপাহাড়ে এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

‘এডিস মশা ধ্বংস করব, ডেঙ্গুমুক্ত নগর গড়ব’– স্লোগানে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর সব নির্মাণাধীন প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধে এ অভিযান শুরু করা হয়। এতে সহায়তা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

উদ্বোধন অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেন এডিস মশা ডিম পেড়ে বংশ বিস্তার না করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে তিনি রিহ্যাবের উদ্যোগের প্রশংসা করেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এ জন্য রিহ্যাবের পক্ষ থেকে এ অভিযান শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীন, মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিছন্ন কর্মকর্তা আবুল হাসেম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম ও সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন।

আরও পড়ুন

×