একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি নুরু গ্রেপ্তার

এক আত্মীয়ের বাড়ি থেকে বৃহস্পতিবার নুরুল ইসলাম ওরফে নুরুকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ - সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৩:০১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১৩:০১
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করার পর থেকে আত্মগোপনে থাকা ময়মনসিংহের ফুলপুরের নুরুল ইসলাম ওরফে নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার হালুয়াঘাটের মাজরাকোড়া এলাকায় আবদুল আলিম নামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
নুরুল ইসলাম ওরফে নুরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের প্রয়াত রহিম উদ্দিনের ছেলে।
ওসি জানান, ২০২২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রুল ইসলাম ওরফে নুরুর বিরুদ্ধে মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাঁকে ট্রাইব্যুনাল আদালতে সোপর্দ করা হয়েছে।
নুরুর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিতকরণ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধা হাসান আলীকে রাক্তার ক্যাম্পে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে গুলি করে হত্যার পর লাশ কংস নদে ফেলে দেওয়া এবং নারীদের তুলে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে ধর্ষণের অভিযোগও রয়েছে।