ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রামে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

চট্টগ্রামে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৭:২০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১৮:০১

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ধিক্কার জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়।

চট্টগ্রাম সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশের সভাপতিত্বে ও মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন , দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার হোসেন মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান, মো. সালাহউদ্দিনসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতারা। 

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি নামক জঙ্গি সংগঠন ৬৩টি জেলায় একযোগে ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। মূলত, জঙ্গিবাদের উত্থান ঘটানোর উদ্দেশ্যেই বিএনপি এই ঘৃণ্য কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করে। এসময় নেতারা এই নিন্দনীয় ঘটনার ইন্ধনদাতা তারেক জিয়াসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন

×