উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন: এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৪:৫৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৪:৫৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়ে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন। খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ সরকারকেই দায় নিতে হবে।
শনিবার বিকেলে ময়মনসিংহে পদযাত্রার আগে নগরীর নতুন বাজারস্থ হরি কিশোর রায় রোডে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এ গণজমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা ও মহানগরে এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রিন্স বলেন, সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় প্রমাণ খালেদা জিয়ার ওপর সরকারের নির্মম ও নিষ্ঠুর দমন নিপীড়ন। তিনি বর্তমান বিশ্বে মজলুম রাজনৈতিক নেতা।
তিনি বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিত শোচনীয় ভরাডুবির দুশ্চিন্তায় দিশেহারা। সেজন্য তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি উপেক্ষা করে আবারও সাজানো-পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। জনগণ এবার তা নস্যাৎ করে দেবে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব গণজমায়েতে আরও বক্তব্য রাখেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রমুখ।