শাবির সেই ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

মোজাহিদুল ইসলাম রিশাদ
শাবি প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১১:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১১:৩৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হলে এক কর্মীকে নিজ কক্ষে ডেকে নিয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে ক্যাম্পাসে ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা, সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার ও নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে মোজাহিদুল ইসলাম রিশাদ ওরফে রিশাদ ঠাকুরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। রিশাদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তার রেজিস্ট্রেশন নং ২০১৬২৩৬০৬৮।
আদেশে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনও প্রবেশ করতে পারবেন না।
জানা যায়, গত শুক্রবার বিকেলে নুর মো. বায়েজিদ নামের গণিত বিভাগের এক শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে বায়েজিদ ওই হলের প্রভোস্ট বরাবর অভিযোগ দিলে প্রভোস্ট কর্তৃক গঠিক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।