ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ষড়যন্ত্রকারীরা কূটকৌশলে নির্বাচন বানচালে তৎপর: কাজী জাফরউল্লাহ

ষড়যন্ত্রকারীরা কূটকৌশলে নির্বাচন বানচালে তৎপর: কাজী জাফরউল্লাহ

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা

ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৭:০৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, ষড়যন্ত্রকারীরা কূটকৌশল করে নির্বাচন বানচাল করতে তৎপর। দেশবাসীকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।

সোমবার ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের পাশে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাজী জাফর বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগকে শেষ করে দেওয়া। এই খুনিরা জাতীয় নেতাদের হত্যার সঙ্গেও জড়িত। তারা গণতন্ত্র নয়, খুনের রাজনীতি বিশ্বাস করে।’

দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা অনেক তৎপর। তারা রাতের অন্ধকারে অনেক কৌশল করছে। তারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। ওরা বুঝে গেছে, আওয়ামী লীগ প্রার্থীদের কাছে তারা ভোটের মাঠে টিকবে না। এই জন্যই কূটকৌশল করে নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে।’ 

ভাঙ্গা যুবলীগ সভাপতি মামুনুল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি তামজিলুর রশিদ রিয়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন প্রমুখ।


আরও পড়ুন

×