কেরানীগঞ্জে হেরোইন কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

হেরোইন তৈরির সরঞ্জাম। ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৭:১৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১৭:২০
ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নের ঘাটারচর ও সুজন হাউজিংয়ে হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই দুই স্থানে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার ইউসিভি ব্যাংকের সামনে অবস্থানরত আলী হোসেন ও হাবিবুল ইসলাম রানা নামে দুই যুবকের হাতে দুটি আটার প্যাকেট দেখে সন্দেহ হয়। এ সময় তাদের তল্লাশিকালে দেখা যায় যে, দুটি প্যাকেটের মধ্যে এক হাজার পুরিয়া হেরোইন রয়েছে। তাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ আরশিনগরের লেক সিটি এলাকায় অভিযান চালিয়ে এসডি মহলের ৪র্থ তলায় একটি হেরোইন তৈরি, প্যাকেজিং ও বাজারজাতকরণ কারখানার সন্ধান পায়। কারখানা থেকে হেরোইন প্রস্তুত ও প্যাকেজিংয়ের সঙ্গে জড়িত হেলাল মিয়া ও বিপ্লব মিয়াকে ১ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কারখানা থেকে হেরোইন প্রস্তুতের ব্লেন্ডিং মেশিন, ইলেক্ট্রিক প্যাকিং মেশিন, ওজন মাপার ডিজিটাল মেশিনসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর বলেন, গ্রেপ্তার হেলাল ও বিপ্লবের তথ্য অনুযায়ী আটিবাজারের সুজন হাউজিংয়ের ১০ নম্বর রোডের সি-ব্লকের বাসার নিচতলায় তাদের অপর আরেকটি কারখানা আছে বলে জানা যায়। ওই কারখানায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। ওই কারখানা থেকেও হেরোইন প্রস্তুত ও বিপণনের সঙ্গে জড়িত আনুষঙ্গিক বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে অভিনব কায়দায় হেরোইন ব্যবসা চালিয়ে আসছেন। তারা হেরোইন প্রক্রিয়াজাত করে বিভিন্ন আটা-ময়দা ও মসলার প্যাকেটে প্যাকেটিং করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন।
- বিষয় :
- হেরোইন
- কেরানীগঞ্জ
- গ্রেপ্তার