ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বান্ধবীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

বান্ধবীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ২৩:১২ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ২৩:১৪

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গ্রামের রিপন মিয়ার মেয়ে রোকসানা ও প্রতিবেশী শহীদুল ইসলামের নাতনী সোহানা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলে নেমে সোহানা ডুবে যেতে থাকে। সেটা দেখে রোকসানা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পারিনি। পুকুরে ডুবে দুজনই নিহত হয়। 

চাকিরপশার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবেই মর্মান্তিক।

আরও পড়ুন

×