ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সদরপুরে নির্বিকার মৎস্য অধিদপ্তর

অবাধে রেণু পোনা ও মা মাছ নিধন

অবাধে রেণু পোনা ও  মা মাছ নিধন

সদরপুরে ভুবনেশ্বর নদের পিয়াজখালী বাজার সেতুর পাশে বাঁধ দিয়ে চলছে মাছ নিধন - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৮:০০

ফরিদপুরের সদরপুরে অবাধে রেণু পোনা ও মা মাছ নিধনের প্রতিযোগিতা চলছে। দিনরাত মাছ শিকার চললেও উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিন দেখা যায়, উপজেলার আকোটেরচর ইউনিয়নের পদ্মার সংযোগ খাল ও ঢেউখালী ইউনিয়নের আড়িয়াল খা নদে চায়না দুয়ারি, কারেন্ট জাল, মশারি জাল দিয়ে দিনরাত মা মাছ ও রেণু পোনা নিধন করা হচ্ছে। এ ছাড়া পদ্মা ও ভূবনেশ্বরের সংযোগস্থল পিয়াজখালী স্লুইসগেট, শয়তানখালী ঘাট ও চৈতার কোল এলাকায় হাজারো চায়না দুয়ারি জাল পাতা রয়েছে ও আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছে।

আকোটেরচর এলাকার গফুর মাতব্বর জানান, চায়না দুয়ারিসহ নানা ধরনের দেশি-বিদেশি জালের কারণে দেশীয় মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। এই মাছ শিকারিদের বিরুদ্ধে প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

চন্দ্রপাড়া ঘাটের রাজ্জাক শেখ বলেন, এসব চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ না হলে দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাবে। প্রতিদিন সকালে চন্দ্রপাড়া ঘাটে রেণু পোনার বাজার বসে। প্রশাসনের চোখে কেন পড়ছে না তা বোধগম্য নয়। এভাবে শিকার চলতে থাকলে একসময় দেশি প্রজাতির মাছ আর দেখতে পাওয়া যাবে না।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম জাহাঙ্গীর কবির জানান, তারা কিছুদিন আগে একবার অভিযান পরিচালনা করেছেন। তাদের দপ্তরে জনবল সংকটের কারণে সময়মতো অভিযান পরিচালনা করতে পারেন না। তবে শিগগির তারা মা মাছ ও রেণু পোনা শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

আরও পড়ুন

×