ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

একটি খুঁজতে গিয়ে মিলল ১৬ মোটরসাইকেল, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

একটি খুঁজতে গিয়ে মিলল ১৬ মোটরসাইকেল, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে গিয়ে ১৬টি মোটরসাইকেলের সন্ধান পায় পুলিশ - সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৩:২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৩ | ১৩:২৭

চুরি হওয়া একটি মোটরসাইকেল খুঁজতে গিয়ে ১৬টির সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নাটোর জেলা পুলিশ অ্যান্টি টেররিজম ইউনিটের সহযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা থেকে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার নাটোর পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার জানান, কিছুদিন আগে সিংড়ার সিংড়াপাড়া গ্রামের ওসমান গনির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় এজাহার দেন তিনি। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে গিয়ে চোর চক্রের সন্ধান পায়। পরে অ্যান্টি টেররিজম ইউনিটের সহযোগিতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওসমান গনিরটিসহ ১৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সময় চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আটজন হলেন– বগুড়ার গাবতলীর পুরাদহ গ্রামের দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইলের ভূঞাপুরের আইয়ুব আলী (৪৫), সিরাজগঞ্জের শাহাজাদপুরের বাচ্চু মিয়া (৫৩), পাবনার শামীম খান (২০) ও খবির শেখ (২২), নাছির উদ্দিন (২৬), বেড়ার আল আমিন ইসলাম (২৭) এবং আতাইকুলার জিয়াম হোসেন জিম (২০)।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

×