ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাস্তায় বেড়া, অবরুদ্ধ চার পরিবার

রাস্তায় বেড়া, অবরুদ্ধ চার পরিবার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ | ১৮:০০

রামগঞ্জে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ৫ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে চার পরিবারের লোকজন। ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের বড় ভুঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

জমি নিয়ে ভোলাকোট গ্রামের বড় ভুঁইয়াবাড়ির আবদুর রেজ্জাকের ছেলে মোহাম্মদ হোসেনের সঙ্গে একই বাড়ির এনায়েত উল্লাহ ভুঁইয়ার ছেলে নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, মাসুদ আলম, শাহাদাত হোসেনের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ভোলাকোট কেন্দ্রীয় ঈদগা সড়কে বেড়া দেন মোহাম্মদ হোসেন ও তাঁর ছেলে সিহাব। বিকেলে সেই বেড়া তুলে নজরুলদের বাড়ির রাস্তাটি নিজেদের দাবি করে সেখানে বেড়া দেন তারা।

শুক্রবার দুপুরে সরেজমিন দেখা যায়, সড়কের মধ্যে বাঁশের বেড়া দেওয়া। মাঝামাঝি কলাগাছের চারা লাগানো। ভুক্তভোগী নজরুল ইসলামসহ চার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ করে দেওয়ায় তারা ঘর থেকে বের হতে পারছেন না।

ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমাদের বাড়ির রাস্তার একাংশ মোহাম্মদ হোসেন তার পৈতৃক সম্পত্তি দাবি করে বিক্রি করতে চাইলে ৪০ হাজার টাকায় কিনে নিই। কিন্তু ওই জমি সরকারি সম্পত্তি হওয়ায় তা রেজিস্ট্রি করা যাচ্ছিল না। পরে মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৪০ হাজার টাকা ফিরিয়ে নিই। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার বাড়ির রাস্তায় বেড়া দেয় মোহাম্মদ হোসেন ও তার ছেলে সিহাব।

এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর ছেলে সিহাব হোসেন বলেন, ‘আমাকে চেনেন? ভোলাকোট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আমি। ওরা (নজরুলরা) আমাদের কাছ থেকে জমি কিনে আবার সে টাকা ফেরত নিয়ে গেছে। টাকা না দিলে আমরা তাদেরকে এ পথ দিয়ে হাঁটতে দেব না। এখানে সরকারের কোনো জমি নেই। এটা আমাদের জমি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×