ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি

রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি

ছবি: সমকাল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৫৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৫৩

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়েছে। গত ১৮ এপ্রিল ১০ ইউপি সদস্য নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রস্তাবটি আনেন। শনিবার ১২ জনের মধ্যে ১০ ইউপি সদস্য প্রস্তাবের পক্ষে অবস্থান নেন। এদিকে তাদের দ্বন্দ্বে ভোগান্তি পোহাচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা।

ইউপি সদস্যদের অভিযোগ, চেয়ারম্যান এনামুল হক দায়িত্ব গ্রহণের পর বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি ইউপি সদস্যদের সঙ্গে পরামর্শ না করে পরিষদ চালানো শুরু করেন। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি-ধমকি দেন। সদস্যদের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতেরও অভিযোগ করেছেন তারা।

তিন নারী ইউপি সদস্যসহ ১০ জন ইউএনও ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে রেজুলেশনসহ অনাস্থা প্রস্তাব দেন। এর পর থেকে ইউনিয়ন পরিষদটির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।

বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং বিচার চেয়ে বিভিন্ন দপ্তরেও অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে ইউএনও নুরে তাসনিম প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমানকে তদন্তকারী কর্মকর্তা মনোনীত করেন। তিনি তদন্ত শেষে নীতিমালা অনুযায়ী দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করলেও তা ভেস্তে যায়।

পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গতকাল শনিবার উপজেলা অফিসার্স ক্লাবে আইনানুযায়ী বিশেষ সভার আয়োজন করেন। সভায় আপস-মীমাংসা না হওয়ায় অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইউপি সদস্যরা বলছেন, চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি বন্ধে এবং হতদরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর অপসারণের দাবিতে অনাস্থা প্রস্তাব এনেছেন। এ বিষয়ে রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, তারা যে অনাস্থা প্রস্তাব এনেছেন এবং ১৪টি বিষয়ে অভিযোগ দিয়েছেন, তিনি প্রতিটির জবাব দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান ভোটাভুটির বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও নুরে তাসনিম বলেন, বিধি অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। তিনি এ বিষয়ে কাজ করছেন।

আরও পড়ুন

×