ডোবার পানিতে ভাসছিল শিশুর লাশ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১২:০৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১২:০৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পানিতে ডুবে শাহরিয়ান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শাহরিয়ান ওই গ্রামের নজির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উঠানে খেলা করছিল শিশু শাহরিয়ান। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। পরে শিশুর চাচাতো ভাই মামুন মিয়া ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা শাহরিয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।