ফরিদপুরে ২ অটোচালককে গলাকেটে হত্যা: মূলহোতা গ্রেপ্তার

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৪:৪১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১৪:৪১
ফরিদপুরের মধুখালীতে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার সময় ২ চালককে গলাকেটে হত্যার ঘটনায় মূলহোতা রাশেদ কবিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান এ তথ্য জানান।
এর আগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাজধানী ঢাকার গুলশান-২ এলাকা থেকে রাশেদ কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
রাশেদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া গ্রামে। সে ফরিদপুরের মধুখালীতে তার বোন জামাইয়ের বাড়িতে থেকে এসব অপকর্ম করতেন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, এ বছরের ৪ জানুয়ারি ও ৯ ফেব্রুয়ারি মধুখালি থানা এলাকায় জিহাদ ওরফে জয় (১৬) ও নয়ন সরদার (২০) নামের দুই অটোচালককে গলাকেটে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ছিনতাই হওয়া ওই ভ্যানের ক্রেতা মিজানুর রহমান নিঝুমের (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদ কবিরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এ সময় রাশেদ বার বার তার অবস্থান পরিবর্তন করলেও রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।
এসপি শাহজাহান জানান, রাশেদ কবিরের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহে আরও দুটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে ২ ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে সে।
- বিষয় :
- ভ্যানচালক
- গলাকেটে হত্যা
- গ্রেপ্তার
- ঢাকা
- ফরিদপুর