ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জোড়া খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জোড়া খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৮:০০

পুরান ঢাকার শামসুল হক ও তাঁর ছেলে শেখ মো. রাসেল হত্যা মামলার অন্যতম আসামি আবু তালেব ওরফে ভুট্টো। ১৯ বছর আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি। অবশেষে গত সোমবার রাতে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব ও তিতাস-থানা পুলিশের একটি দল। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগরে।

পুলিশ জানায়, ২০০৪ সালের ২৬ মার্চ পুরান ঢাকার শামসুল হক ও তাঁর ছেলে শেখ মো. রাসেলকে মোহাম্মদপুরের একটি বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। এর পরদিন সূত্রাপুর থানায় মামলা করেন শামসুল হকের স্ত্রী মোসা. সুফিয়া খাতুন। এ মামলায় আবু তালেব ওরফে ভুট্টোসহ ৯ আসামিকে ২০০৫ সালের ২৮ নভেম্বর মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুানাল-১-এর বিচারক। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন ভুট্টো।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, জোড়া খুনের মামলায় ভুট্টোর বিরুদ্ধে ২০০৬ সালে পরোয়ানা জারি করেন আদালত। এই পরোয়ানার ভিত্তিতে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×