খাদিজার মুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন
-samakal-64ef67d72fcb7.jpg)
বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয় - সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:০১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:০১
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ‘নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা স্বাধীন দেশের নাগরিক। তাহলে আমরা কি বলতে পারব না, গত দুটি নির্বাচন ভালো ও সুষ্ঠু হয়নি! এ অধিকার কি আমাদের নেই? আমরা এ দেশের নাগরিক। আমরা কি বলতে পারব না, উন্নয়ন দিয়ে আর পেট ভরছে না! সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস চলছে, উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার হচ্ছেু এসব নিয়েও কি কথা বলতে পারব না? যদি এসব বলতেই না পারি, তাহলে স্বাধীনতার অর্থ কী? সবাইকে এগুলো নিয়ে বেশি বেশি কথা বলতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীনদের দুষ্কর্ম ও নোংরামি নিয়ে সমালোচনা ঠেকাতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ আইনে গ্রেপ্তার খাদিজার ওপর অবিচার করা হচ্ছে, বিচার পাচ্ছে না। আমরা তার মুক্তি চাই। এ ধরনের সব কালাকানুন বাতিল চাই।’
অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘একজন খাদিজা রাষ্ট্রের জন্য এতই হুমকি ছিল? সে এতবড় হুমকি হতে পারে না। আজ বুয়েটের শিক্ষার্থীরা ঘুরতে গেল, ধরে জেলে রাখা হলো। এসব কাপুরুষতা চলতে পারে না।’
রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আবদুল মজিদ অন্তরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকির হাসান প্রমুখ।