ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জাল সনদে দায়িত্ব পালন, পদ হারালেন আ.লীগ নেতা

জাল সনদে দায়িত্ব পালন, পদ হারালেন আ.লীগ নেতা

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১২:৪৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১২:৪৬

হবিগঞ্জে জাল সনদে আইন পেশায় নিয়োজিত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক চৌধুরী পিপি (পাবলিক প্রসিকিউটর) পদ হারিয়েছেন। এ পদ থেকে তাঁকে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবিগঞ্জ জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। আদালতের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, জাল সনদে ৩৪ বছর ধরে আইন পেশায় নিয়োজিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। তিনি সাত বছর  আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব পালন করেন। 

অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম মণ্ডলের পাঠানো এক পত্রে সিরাজুল হককে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে এবং আমাকে পিপির দায়িত্ব পালন করতে উল্লেখ করা হয়েছে।’  তিনি জানান, ওই চিঠির অনুলিপি জেলা ও দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সলিসিটর অনুবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চিঠিতে অব্যাহতি পাওয়া পিপির যাবতীয় দায়িত্বভার ও সব ধরনের সিডিসহ মামলার নথি তাঁকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক বলেন, ‘এতদিন আমি সততার সঙ্গে পিপির দায়িত্ব পালন করেছি, এখন সরকার যদি অন্য কাউকে দায়িত্ব দেয় তাতে আমার কিছু করার নেই। জাল সার্টিফিকেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,  ‘আমার সব সার্টিফিকেট সঠিক আছে।’ 

হবিগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল হকের বিরুদ্ধে সনদ জালিয়াতি করে জেলা জজ কোর্টের আইনজীবী ও আদালতের পিপির দায়িত্ব পালন করা নিয়ে গণমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে জেলার নাগরিক সমাজে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। 


আরও পড়ুন

×