ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আনোয়ারা

মধ্যরাতে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

মধ্যরাতে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

প্রতীকী ছবি

আনোয়ারায় (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৪:১৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৪:১৮

চট্টগ্রামের আনোয়ারায় মধ্যরাতে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুল ইসলাম শামীম নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ডাকাতির অভিযোগ উঠেছে। 

বুধবার মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে শামীমের সঙ্গে থাকা রিফাত নামে একজন আহত হয়েছেন।

শামীম স্থানীয় নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক।

ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম বলেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১টার সময় সিএনজিযোগে বাড়ি ফেরার পথে শিলাইগড়া গ্রাম এলাকায় সড়কে মাইক্রোবাস নিয়ে আটজন লোক আমাদের গতিরোধ করে। তখন তাদের ছয়জনের হাতে অস্ত্র ছিল। তারা নিজেদের ডিবির লোক পরিচয় দিলে আমি থানার ওসির সঙ্গে কথা বলতে বলি। এসময় আমাদের মোবাইল কেড়ে নিয়ে গাড়ি চালকসহ আমাদের তিনজনকে পাশের একটি মুরগীর ফার্মে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখেন। আমার সঙ্গে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেন। এছাড়াও আমার সঙ্গে থাকা রিফাত নামে একজনকে মারধর করে। পরে তারা চলে গেলে আমরা হাতের বাঁধন খুলে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×