ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:০৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘুমন্ত অবস্থায় বাদশা সওদাগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে এনামুল হককে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাদশা সওদাগর স্থানীয় প্রেমবাজারে ডেকোরেশনসহ বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তাঁর তিন ছেলে ও চার মেয়ে। ছোট ছেলে এনামুল হক প্রতিদিন রাত করে ঘরে ফিরত। এ কারণে বাদশা সওদাগর তাকে বকাঝকা করতেন। এতে ক্ষিপ্ত ছিল এনামুল। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে এসে বাদশা সওদাগর রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে এনামুল হক বাবার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। খুনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘাতক পরিবারের অন্য সদস্যদের মোবাইল ফোন সেই ঘরে রেখে আসে। শুক্রবার সকালে আমির হোসেন মোবাইল ফোন খুঁজতে খুঁজতে বাবার ঘরে গিয়ে দেখেন বাদশা সওদাগরের রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পুলিশ নিহতের ছেলে এনামুল হককে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×