ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বোনের বাড়িতে যাওয়ার পথে বিধবা নারী গণধর্ষণের শিকার

বোনের বাড়িতে যাওয়ার পথে বিধবা নারী গণধর্ষণের শিকার

গ্রেপ্তার আরিফ দেওয়ান। ছবি: সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১১

বোনের বাড়িতে যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে এক বিধবা নারী (৩৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আরিফ দেওয়ান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টা দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে আরিফ দেওয়ানকে প্রধান আসামি মামলা করেন। এই মামলায় আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার আরিফ উপজেলার তাঁরাকুপি গ্রামের বাশার দেওয়ানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ মাস আগে আরিফ দেওয়ানের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। এর পর থেকে মোবাইল ফোনে তাদের কথা হতো। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী বার্থী গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। রাত পৌনে ১০টার দিকে বার্থী বাজারে নামেন তিনি। এ সময় ওই বাজারে আরিফের সঙ্গে তার দেখা হয়। আরিফ তখন তার বাড়ি চেনানোর কথা বলে ভুক্তভোগীকে তাঁরাকুপি গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে কথাবার্তার একপর্যায়ে তাকে ধর্ষণ করা হয়। পরে আরও তিন যুবক ধর্ষণের ধারণ করা ভিডিও দেখিয়ে গণধর্ষণ করে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন সমকালকে জানান, উপজেলার বার্থী এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।


আরও পড়ুন

×