ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তারুণ্যের উৎসব

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তারুণ্যের উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৩৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:০৬

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলাশয়, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচুর্যে সমৃদ্ধ হাকালুকি হাওরের পার্শ্ববর্তী সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের, ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’র সহযোগিতায়- প্রতিবেশ প্রকল্পের আয়োজনে এই উৎসবের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘স্মার্ট তারুণ্যের বাংলাদেশ, সংরক্ষণ করবে প্রতিবেশ’। দিনব্যাপী চলা এই উৎসবে তরুণ প্রাণের অংশগ্রহণে তথ্যবহুল কুইজ প্রতিযোগিতা, পাপেট শো, গানের আসর, গোলকধাঁধা, হুইল অব ফরচুনের মতো মজার সব আয়োজনের মধ্য দিয়ে জানানো হয় প্রতিবেশ সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে করণীয়।

এই আয়োজনে সিটিজেন জার্নালিজম মোবাইল আপ-টিমবি ব্যবহারে উৎসাহিত করা হয় তরুণদের- যা তথ্য প্রদানের মাধ্যমে কর্তৃপক্ষকে প্রতিবেশের ক্ষতি রোধের সহায়তায় একটি সহজ ডিজিটাল উপায়।

এই তারুণ্যের উৎসব উদ্বোধনের আনুষ্ঠানিকতায়- স্বাগত বক্তব্য রাখেন- ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মিছবাউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘিলাছড়া যুথিষ্টিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য রাখেন- সিওপি ড. ফেলিক্স গ্যাষিক। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×