ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ২ ডিলারকে জরিমানা

বেশি দামে এলপি গ্যাস বিক্রি, ২ ডিলারকে জরিমানা

ফাইল ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৪৪

গাজীপুরের কালিয়াকৈরে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম রাখায় দুই ডিলারকে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চন্দ্রা ও মৌচাক বাজারের দুই ডিলারকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, চন্দ্রা এলাকার বন্ধু এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। তারা প্রতি সিলিন্ডারের দাম রাখছিল ১ হাজার ৪০০ টাকা করে। এ জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মৌচাকের জিকে এন্টারপ্রাইজের মালিক এলপি গ্যাস বিক্রির নিবন্ধন দেখাতে পারেননি। সেখানেও বেশি দাম রাখা হতো। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

×