ওমানে সাগরে ডুবে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু

আরাফাত ও আব্বাস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২০
ওমানের মাস্কাট শহরের জেবল সিফা সাগরে পানিতে ডুবে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন, আরাফাত (১৮) ও আব্বাস (১৬)।
বাংলাদেশ সময় রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ সম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা ওমানের হামিরিয়ায় বসবাস করেন। রোববার রাতে দুই ভাইসহ পাঁচ বন্ধু মাস্কাট জেবল সিফা সাগরে বেড়াতে যান। সবাই সাগরে নামেন। এ সময় জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হন দুই ভাই।
রাতে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে ওমান রয়েল পুলিশের একটি টিম তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ মাস্কাটের কুরুম রয়েল পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- ওমান
- মাস্কাট
- জেবল সিফা সাগর
- পানিতে ডুবে মৃত্যু