মিতু হত্যা: ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞসহ দু’জনের সাক্ষ্য

মাহমুদা খানম মিতু (ফাইল ফটো)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪০
চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ইনস্পেক্টর মোহাম্মদ আবদুল বাদী ও জব্দ তালিকার সাক্ষী শাহাব উদ্দিন। সোমবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তারা।
সাক্ষ্যে আবদুল বাদী বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা একটি আইফোন ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। তাতে মামলাসংশ্লিষ্ট ছবি, বিকাশে টাকা পাঠানোসংক্রান্ত তথ্য-উপাত্ত পাওয়া যায়। আদালতে দাখিল করা প্রতিবেদন সঠিক ও আমার দেওয়া।’
এর পর আসামি বাবুল আক্তারের আইনজীবী সাক্ষী আবদুল বাদীকে জেরা করেন। জেরায় ফরেনসিক প্রতিবেদনটিকে ভুয়া ও বানোয়াট বলে দাবি করা হয়। তখন সাক্ষী আসামির আইনজীবীর দাবি সত্য নয় বলে জানান।
অপর সাক্ষী শাহাব উদ্দিন বলেন, ‘আমার সামনেই মোখলেছুর রহমান ইরাদের আইফোন জব্দ করেন পিবিআই ইনস্পেক্টর সন্তোষ কুমার চাকমা। ফোনটি পিবিআই নিয়ে যায়।’
চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ সমকালকে বলেন, তিন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত দু’জনের সাক্ষ্য নিয়েছেন এবং আসামিপক্ষ দু’জনকে জেরা করেছেন। অপরজন মঙ্গলবার (আজ) সাক্ষ্য দেবেন। পরবর্তী শুনানি একই দিন ধার্য করা হয়েছে।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। সেই মামলায় পিবিআই বাবুল আক্তারকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।