রাজশাহীতে ‘জয়সালমের বিট’ সাংস্কৃতিক সন্ধ্যা

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮
রাজশাহীতে ‘জয়সালমের বিট’ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও ভারতীয় সহকারী হাইকমিশন।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে বাংলাদেশের শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। পরে ওস্তাদ রাইজ খানের নেতৃত্বে ‘জয়সালমের বিট’ পরিবেশন করে সুফিয়ানা গান, লোকসংগীত ও কাউয়ালি গান।
উদ্বোধনকালে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তির সম্পর্ক বিরাজ করছে। এ ধরনের সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে দুই দেশ সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশ সৃষ্টিতে ভারতের বলিষ্ঠ ভূমিকা ছিল। এ কথা বাংলাদেশের মানুষ সারাজীবন মনে রাখবে।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াবে।
- বিষয় :
- রাজশাহী
- জয়সালমের বিট
- সাংস্কৃতিক সন্ধ্যা