ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আনোয়ারা

খালের বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ

খালের বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ

পারকি টানেল সার্ভিস এরিয়ার সাপমারা খালের মুখে অবস্থান কর্মসূচি পালন করা হয় - সমকাল

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১৮

চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের পারকি এলাকার সাপমারা খালের উপর নির্মিত বাঁধ অপসারণ ও খাল ভরাট ঠেকাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে উপজেলার পারকি টানেল সার্ভিস এরিয়ার সাপমারা খালের মুখে এ কর্মসূচি পালন করেন স্থানীয় কৃষক ও জেলেরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- স্থানীয় মৎস্য চাষী বুধাগাজী, আবদুল ওয়াহেদ শাহ, কৃষক মনির আহমদ, মো. রবিউল, জেলে মিলন জলদাস, অবিরাম জলদাস প্রমুখ। পরে কৃষক ও জেলেদের সঙ্গে একাত্ততা ঘোষণা করে উপস্থিত হন- বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি সদস্য কামাল উদ্দিন, আবদুর রহিম, রায়পুর ইউনিয়নের ইউপি সদস্য মাওলানা ইসহাক। পরে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কোম্পানির প্রতিনিধিদের আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করে নেন। 

কৃষক মনির আহমেদ বলেন, সাপমারা খালের বাঁধে জলাবদ্ধতার কারণে আমার কৃষি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়, এতে আমার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জেলে মিলন জলদাস বলেন, বাঁধের কারণে আমরা সাগরে নৌকা নিয়ে মাছ শিকারে যেতে পারিনা। তিন বছর ধরে আমাদের নৌকা চলাচলও বন্ধ রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ২০১৯ সালে তিন মাসের জন্য টানেল সার্ভিস এরিয়ার উন্নয়ন প্রকল্পের কাজ করতে এই বাঁধ নির্মাণ করা হলেও তিন বছরেও বাঁধ অপসারণ করেনি। এখন খালে নতুন করে পাথর বসিয়ে খাল ভরাটের কাজ শুরু করেছে। খালে পানি চলাচলে বাঁধার সৃষ্টি হওয়ায় রায়পুর, বারশত ও বটতলী ইউনিয়নের পাঁচ হাজার কৃষি জমি বারবার পানিতে তলিয়ে যাচ্ছে। এখন খালের নিচে নতুন করে ব্লক বসালে কৃষকদের জমি ও মৎস্য ঘের সব তলিয়ে যাবে। তাই মানুষের ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন কাজ করার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

×