বিপুল অর্থ আত্মসাৎ: খাগড়াছড়ির কৃষি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২২
খাগড়াছড়ি কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের মুখ্য কর্মকর্তা নিকোলাস চাকমার বিরুদ্ধে এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। সংস্থার রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ দুদকের স্থানীয় কার্যালয়ে বৃহস্পতিবার এ মামলা করেন।
নিকোলাস চাকমা জেলার দীঘিনালা উপজেলার হেডম্যানপাড়ার মৃত সুজিত চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরস্থ নোয়াপাড়ার বাসিন্দা।
মামলায় উল্লেখ করা হয়, নিকোলাস চাকমা কৃষি ব্যাংকের খাগড়াছড়ির দীঘিনালা শাখায় ২০১৫ সালের ২৯ এপ্রিল থেকে ১৬ নভেম্বর ২০২১ পর্যন্ত ব্যবস্থাপক পদে কমর্রত ছিলেন। এ সময় তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন খাত থেকে মোট এক কোটি ৩৯ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে প্রমাণ মিলেছে।
- বিষয় :
- খাগড়াছড়ি
- কৃষি ব্যাংক
- দুদক