রাবি ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৩৮ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৩৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, সম্মেলন আয়োজন করতে কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি।
এর আগে গত বছরের অক্টোবরে রাবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ১২ নভেম্বর সম্মেলনের দিন নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
২০১৬ সালের ৮ ডিসেম্বর সবশেষ রাবি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিনদিন পর ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
- বিষয় :
- রাবি ছাত্রলীগ
- শাখা ছাত্রলীগের সম্মেলন