ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি নেতা এ্যানীসহ ৩ জনের নামে পরোয়ানা

বিএনপি নেতা এ্যানীসহ ৩ জনের নামে পরোয়ানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নেতাদের কারাগারে নেওয়ার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় উত্তেজিতরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

আসামি পক্ষের আইনজীবী ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক বলেন, তিন নেতাই অসুস্থ। আমরা সময় চেয়েছিলাম। আদালত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জেলা কমিটির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সদর থানায় চারটি মামলা হয়। এর মধ্যে দুটি পুলিশ বাদী, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও পুলিশকে আহত করার ঘটনায় অপর মামলাটি হয়।

আরও পড়ুন

×