চট্টগ্রামে ককটেলসহ শিবিরের ১৮ নেতাকর্মী গ্রেফতার

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা- সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৯:১১
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর থেকে বিকেল পর্যন্ত নগরের বাকলিয়া থানার বগারবিল এলাকায় কয়েকটি মেসে এ অভিযান পরিচালনা করা হয়। তারা ভোলার ঘটনাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় চারটি ককটেল ও ছাত্রশিবিরের বিপুল পরিমাণ সাংগঠনিক বই উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- কোতোয়ালি থানা শিবিরের সেক্রেটারি মো. আশরাফুল, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সেক্রেটারি মিজবাহ উদ্দীন হাবিব, দারুল উলুম মাদ্রাসা শাখার সেক্রেটারি রাকিবুল হাসান ও দেওয়ান বাজার ওয়ার্ড শাখার সেক্রেটারি মো. সাইমন এবং শিবিরকর্মী ওমর ফারুক, আব্দুল করিম, আবু ওবাইদা, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, মো. শরীফুল, মো. আমির হোসেন, সাজ্জাদুল ইসলাম সবুজ, মো. মিজানুর রহমান, মো. ফরহাদ, মো. সাকিল, আব্দুল মোমেন, মো. সাহেদ, মো. কামরুল ইসলাম ও মো. নুরুল হুদা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
- বিষয় :
- শিবিরের নেতাকর্মী
- গ্রেফতার
- চট্টগ্রাম