ইমাম-মুয়াজ্জিনের ওপর হামলা, গ্রেপ্তার ২

ফাইল ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৪৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২০:৪৯
কিশোরগঞ্জে মসজিদের ইমাম ও দুজন মুয়াজ্জিনকে প্রতিবেশিরা কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা হলে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজন হলেন শহরতলীর চংশোলাকিয়া এলাকার মো. আমিন (৪৫) ও রমজান আলী (২৫)। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত হয়েছেন এলাকার জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম (৪০) এবং মুয়াজ্জিন হাফেজ আরমান (২০) ও তাঁর ভাই সোহাগ (২৫)। রোববার সকালে পূর্ব বিরোধে তাঁদের ওপর হামলা করা হয়। ইমাম রবিউল ইসলাম করিমগঞ্জের নিয়ামতপুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে। আর মুয়াজ্জিন আরমান ও সোহাগ চংশোলাকিয়া এলাকার দস্তর আলীর ছেলে।
এলাকাবাসী হামলাকারী দুজনকে ধরে গাছে বেঁধে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ইমাম রবিউল ইসলামের ভাই জালাল উদ্দিন বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। আর আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মসজিদের ইমাম
- মুয়াজ্জিন