৬০০ লিটার ভেজাল মধু জব্দ, বিক্রেতার কারাদণ্ড

খুলনায় জব্দ করা ভেজাল মধু ও আটক ব্যক্তি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০৮
খুলনায় প্রায় ৬০০ লিটার ভেজাল মধু জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার নগরীর খালিশপুর থানার উত্তর কাশিপুর কবরখানা রোডের একটি বাড়ি থেকে এসব মধু জব্দ করা হয়।
এ সময় আবদুল্লাহ আল মামুন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় জোড়াবাড়ী মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর পাশাপাশি মধু বিক্রি করতেন। পরে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাশিপুর কবরখানা সড়কের খোকা মিয়ার চারতলা বাড়ির নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় ২২টি জার কেনে আনুমানিক ৫৮২ লিটার এবং ১৮টি ১ লিটারের বোতলে ১৮ লিটার ভেজাল মধু জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে ভেজাল মধু মোড়কজাত ও বাজারজাত করছেন। পরে বিএসটিআইয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে কারাদণ্ড দেন। এ ছাড়া জব্দ করা মধু বিএসটিআইর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ভেজাল মধু
- জব্দ
- আটক
- গোয়েন্দা পুলিশ
- খুলনা