ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পীরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক ও জিয়াউর রহমান সড়কের দুই ধারে অভিযান পরিচালনা করা হয়।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০৮

পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক ও জিয়াউর রহমান সড়কের দুই ধারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রির জন্য অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে পাঁচ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জানান, ফুটপাত দখল করে ব্যবসা চালানোয় শহরে যানজট ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারীদের। মাইকিং এবং অবৈধ দখলদারদের বারবার নোটিশ দিয়েও কাজ হয়নি। তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেন। 

আরও পড়ুন

×