অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির

প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৫
লক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মঞ্জু (২১) ও বিপ্লব হোসেন (১৭)। তারা সম্পর্কে ভগ্নিপতি-শ্যালক। নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। আর বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুপুরে মঞ্জু তার অটোরিকশায় চার্জ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- বিদ্যুতায়িত
- শ্যালক-ভগ্নিপতি
- নিহত