ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

রাজেন্দ্র কলেজে ক্যান্টিন ও সুপেয় পানির দাবি শিক্ষার্থীদের

রাজেন্দ্র কলেজে ক্যান্টিন ও সুপেয় পানির দাবি শিক্ষার্থীদের

বঙ্গবন্ধু ম্যুরালের সামনে অবস্থান নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা - সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৫

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ছাত্রদের জন্য ক্যান্টিন স্থাপন ও সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান।

পরে শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের নিশ্চয়তা প্রদানের ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশনে যাওয়ার ঘোষণা দেন। এ সময় কলেজের ম্যানেজম্যান্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিদোয়ান পারভেজ, ফিজিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুরাজ হাসান, আবিদ হাসানসহ বিভিন্ন বিভাগের ছাত্ররা অংশ নেন।

এদিকে রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা সাধারণ ছাত্রদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অনশন ভেঙে ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন। পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যান।

জানা যায়, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী লেখাপড়া করলেও তাদের মানসম্মত খাবারের কোনো ক্যান্টিন নেই। বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেক ছাত্রই নানা  ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। নিম্নবিত্ত পরিবারের হওয়ায় অনেকেই মানসম্মত খাবার কিনে খেতে পারেন না। সেই সঙ্গে কলেজের দুটি বিশাল ক্যাম্পাসে নেই সুপেয় পানির কোনো ব্যবস্থা। যে কয়টি টিউবয়েল রয়েছে তার সবগুলো পুরোনো ও ব্যবহারের অনুপোযোগী। 

অনশনে অংশ নিয়ে শিক্ষার্থী সারেউন রহমান বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণেই আমাদের এই আন্দোলন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সুপেয় পানির ব্যবস্থার আশ্বাস ও আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা ধর্মঘট তুলে নেই বলে জানান তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসে গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ক্যান্টিনের দাবিটিও বিবেচনায় নিয়েছি। সব সমস্যার সমাধান কাজ দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানান অধ্যক্ষ।

আরও পড়ুন

×