বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের একাউন্টে

৯৩ বছর বয়সী সহিরন বেওয়া
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৫
ঠাকুরগাঁওয়ে এক নারীর বয়স্ক ভাতার টাকা চলে গেছে জামালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুকের ছেলের মোবাইল ব্যাংকিং হিসাবে। টাকা ফেরত পাওয়ার আশায় এই বৃদ্ধা সমাজসেবা কার্যালয়ে অভিযোগ করেছেন।
সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত মুনিরউদ্দীনের স্ত্রী ৯৩ বছর বয়সী সহিরন বেওয়ার সংসার চলে বাড়ি বাড়ি ভিক্ষা করে। স্বামী মারা গেছেন অনেক আগে। একমাত্র ছেলেকে নিয়ে অন্যের জায়গায় ঝুপড়ি ঘর বানিয়ে থাকেন। বেশ কয়েক বছর আগে বয়স্ক ভাতার কার্ড হয়েছিল। ২০২০ সালের জুন মাস পর্যন্ত ব্যাংকের মাধ্যমে টাকাও পেয়েছেন। এর পর মোবাইল ফোনে ভাতা দেওয়া শুরু হলে ইউপি সদস্য মো.ফারুকের ছেলে শাকিল তাঁর নম্বর দিয়ে সেই টাকা তুলে নেন। এদিকে টাকা না পেয়ে সহিরন বেওয়া ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করলে কার্ডটি নষ্ট হয়েছে বলে জানিয়ে দেন তিনি। চলতি মাসে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহিরন জানতে পারেন তাঁর কার্ড নষ্ট হয়নি বরং টাকা যাচ্ছে ইউপি সদস্য ফারুকের ছেলে শাকিলের মোবাইল নম্বরে। পরে সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ করেন সহিরন বেওয়া।
এ বিষয়ে কথা বলতে ইউপি সদস্য মো. ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সহিরন বেওয়ার অভিযোগটির তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- বয়স্ক ভাতা
- মোবাইল ব্যাংকিং